এখানেই বিনোদন

হাসপাতালে অভিনেতা দীপঙ্কর দে


হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে। শুক্রবার (৩ নভেম্বর) রাতে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে এখন শারীরিক অবস্থা অনেকটা ভালো আছে অভিনেতার।

ভারতীয় গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দীপঙ্করের স্ত্রী অভিনেত্রী দোলন রায়। তিনি বলেন, হঠাৎ সুগার ফল করেছিল। পরে দ্রুত হাসপাতালে ভর্তি করাই।

বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে দোলন বলেন, শুক্রবার রাতে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু এখন অনেকটাই চিন্তামুক্ত। মনে হচ্ছে, কয়েক দিনের মধ্যেই ছেড়ে দেবে। অনেকগুলো পরীক্ষা করতে দিয়েছে। সেগুলো করাতে হবে।

জানা গেছে, দীর্ঘ ২২ বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর ২০২০ সালের জানুয়ারিতে দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁয় রেজিস্ট্রি বিয়ে করেন দীপঙ্কর-দোলন।

ওই সময়ে দীপঙ্করের বয়স ছিল ৭৫ আর দোলন রায়ের বয়স ৪৯ বছর। তাই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনায় উঠে আসেন এই তারকা দম্পতি।

সূত্র : টিভি নাইন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

85,000FansLike
285,000SubscribersSubscribe

Latest Articles