এখানেই বিনোদন

কারাগারে হিমুর প্রেমিক রুফি


জনপ্রিয় অভিনয় শিল্পী হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় তার প্রেমিক অভিযুক্ত মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) সাব্বির হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শুক্রবার (৩ নভেম্বর) রাজধানীর একটি বাসা থেকে তাকে আটক করে র‍্যাব-১। রাতে এ ঘটনায় হিমুর খালা নাহিদ আক্তার রাজধানীর উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রহস্যজনক মৃত্যু হয় জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর। প্রথম থেকেই কেউ কেউ বলেছেন এটি আত্মহত্যা, কেউ বলছেন হত্যা। পুলিশের সুরতহাল প্রতিবেদনে হিমুর শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও তার গলায় রশির দাগ পাওয়া গেছে বলে জানান পুলিশ।

এ দিন বিকেলে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে হিমুকে অচেতন অবস্থায় নিয়ে আসেন জিয়াউদ্দিন ও অভিনেত্রীর মেকাপ আর্টিস্ট মিহির। কর্তব্যরত চিকিৎসক হিমুকে মৃত ঘোষণা করার পরপরই পালিয়ে যান জিয়াউদ্দিন। পরে জানা যায়, তার সঙ্গে হিমুর সম্পর্ক ছিল। এমনকি বিয়ের কথাবার্তাও চলছিল। কয়েকদিন ধরে ঝগড়া-বিবাদও হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

50,000FansLike
265,000SubscribersSubscribe

Latest Articles

Translate »