এখানেই বিনোদন

মুক্তি পাচ্ছে নয়নতারার ৭৫তম সিনেমা


দুই দশকের ক্যারিয়ার দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’খ্যাত অভিনেত্রী নয়নতারার। গেল কয়েক বছরে নারীপ্রধান সিনেমাতেই অভিনয় করেছেন বেশি। এই ধারা থেকে বিরতি নিয়েছিলেন শাহরুখ খানের আমন্ত্রণে। আলোচিত ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে নাম লেখান এই অভিনেত্রী। সিনেমাটি মুক্তির পর থেকেই নতুন করে আলোচনায় রয়েছেন নয়নতারা।

এবার নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। যা অভিনেত্রীর ক্যারিয়ারের ৭৫তম সিনেমা হতে যাচ্ছে। এর নাম ‘অন্নপুরানি’। এটি নির্মাণ করেছেন তামিল পরিচালক নীলেশ কৃষ্ণা।

শোনা গেছে, ৭৫তম সিনেমায় বিশেষ চমক রাখবেন নয়নতারা। কী চমক দেবেন সেটা মুক্তির পরই জানা যাবে। তবে অভিনেত্রী টুইটারে জানান, পারিবারিক আবহের গল্পে তৈরি সিনেমাটি মুক্তি পাবে ১ ডিসেম্বর। গল্পের বিষয়বস্তু রান্না। নিরামিষ খাবার কেন দরকারি, সেটাই ফুটিয়ে তোলা হয়েছে এতে।

দক্ষিণেই একের পর এক সিনেমার পরিকল্পনা করছেন নয়নতারা। বর্তমাসে তার হাতে রয়েছে ‘টেস্ট’ ও ‘মান্নানঘাট্টি ১৯৬০’ নামের দুটি সিনেমা। তবে বলিউডে নতুন কোনো সিনেমায় আপাতত যুক্ত হচ্ছেন না তিনি। সম্পাদনা: তারিক আল বান্না।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

50,000FansLike
265,000SubscribersSubscribe

Latest Articles

Translate »