বিয়ের আগে মলদ্বীপে বেড়াতে গিয়েছিলেন পরিণীতি চোপড়া। ইনস্টাগ্রামে বৃহস্পতিবার তাদের সেই গার্লস ট্রিপের একাধিক ছবি এবং ভিডিও পোস্ট করলেন পরিণীতি।
প্রথম ছবিতে দেখা যাচ্ছে তিনি সাইকেল চালাচ্ছেন। তার চারপাশে ঘন সবুজ। তার পরনে নিওন গ্রিন ক্রপ টপ এবং ডেনিম শর্ট। পরের ছবিতে তাকে তার মা, শাশুড়ি এবং ননদের সঙ্গে বিচে হাঁটতে দেখা যাচ্ছে।
আরেকটি ছবিতে একটি পুলে তাকে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। আর শেষ ছবিতে তিনি একটি রিসোর্টের সামনে দাঁড়িয়ে রয়েছেন। তার পরনে কালো রঙের পোশাক।
পরিণীতি চোপড়া তাদের এই গার্লস ট্রিপের এই ছবিগুলো পোস্ট করে লেখেন, কুলেস্ট থ্রোব্যাক। মা, ননদ-শাশুড়িকে নিয়ে আমার করা গার্লস ট্রিপ। তিনি এই পোস্টে তারা যে রিসোর্টে ছিলেন সেটাকে মেনশন করেও ধন্যবাদ জানান।
অভিনেত্রী জানিয়েছেন, তারা আবার ওখানে বেড়াতে যাবেন। একাধিক হ্যাশট্যাগও পরিণীতি তার এই পোস্টে ব্যবহার করেছেন।
গত ২৪ সেপ্টেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। তারা দীর্ঘদিনের বন্ধু ছিলেন, সেখান থেকেই প্রেম এবং পরে বিয়ে। রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে বসেছিল তাদের বিবাহ বাসর।
পরিণীতি চোপড়াকে শেষবার মিশন রানিগঞ্জ ছবিতে দেখা গিয়েছিল। তার বিপরীতে ছিলেন অক্ষয় কুমার। আগামীতে তাকে চমকিলা ছবিতে দেখা যাবে।