এখানেই বিনোদন

সরকারি গাড়িতে করে পূজার অনুষ্ঠানে গিয়ে বিতর্কের মুখে রচনা


কিছুদিন আগেই নীলবাতির গাড়ি চেপে শুটিংয়ে গিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন নুসরাত জাহান। এবার কেন্দ্রীয় সরকারের স্টিকার লাগানো গাড়ি নিয়ে পুজো উদ্বোধনে গিয়ে বিপাকে রচনা ব্যানার্জি। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের স্টিকার লাগানো গাড়িতে চড়ে নন্দকুমারে পূজার অনুষ্ঠানে এসে বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী। চাপে পড়ে উদ্যোক্তাদের দোষারোপ করতে গিয়ে উল্টে চরম অস্বস্তিতে এ নায়িকা। পাল্টা নায়িকার উপরেই দোষ চাপিয়েছেন ক্লাবের কর্মকর্তারা।

শনিবার ‘গভর্নমেন্ট অব ইন্ডিয়া’ স্টিকার বসানো গাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে
পশ্চিমবঙ্গের নন্দকুমারে যান রচনা। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের আলেয়া ক্লাবে কালীপূজার অনুষ্ঠানে এসে বিতর্কের মুখে পড়েন তিনি।

কেন্দ্রীয় সরকারের স্টিকার লাগানো গাড়িতে কেন গেলেন রচনা? সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমি জানি না। উদ্যোক্তা যে গাড়ি পাঠিয়েছেন, সেই গাড়িতে গিয়েছি।’ তবে রচনার এমন মন্তব্য মেনে নিতে পারেননি ক্লাবটির কর্মকর্তারা। নন্দকুমার আলেয়া ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ দত্ত বলেন, ‘অভিনেত্রীর করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা কোনো গাড়ি পাঠাইনি। উনি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছেন। উনি নিজেই গাড়ি নিয়ে এসেছেন।’ জানা যায় যে রচনা যে গাড়িটি ব্যবহার করছেন, সেটির ইনস্যুরেন্সও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। গাড়িটি নিয়ে বিতর্ক শুরু হলে সেই গাড়ির স্টিকার খুলে নেন চালক।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরেই ইডির ডাকে নীলবাতির গাড়ি করে সিজিও কমপ্লেক্সে হাজির হন নুসরাত। সেই নীলবাতি জ্বালিয়েই ফিরলেন বাড়িতে। সেখান থেকেই উঠছে প্রশ্ন, একজন সাংসদ কি নীলবাতির গাড়িতে ঘুরতে পারেন? প্রতারণা মামলায় অভিযুক্ত কেন নীলবাতির গাড়ি নিয়ে যাবেন সিজিও কমপ্লেক্সে? অভিযুক্ত হয়ে নীলবাতির গাড়িতে হাজিরা কীভাবে? তবে এই প্রথম নয়, এর আগে নীলবাতির গাড়িতে চেপে শুটিংয়ে গিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন নুসরাত জাহান। নীল বাতির গাড়ি নিয়ে ব্যক্তিগত কাজেও ঘুরতে দেখা যায় নুসরাত জাহানকে, সঙ্গে ছিলেন যশ দাশগুপ্তও। সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই সময় নেটপাড়ায় চরম বিতর্কের মুখে পড়েছিলেন অভিনেত্রী সাংসদ। এবার সরকারি স্টিকার লাগানো গাড়ি চেপে অনুষ্ঠানে গিয়ে বিতর্কে রচনা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

85,000FansLike
285,000SubscribersSubscribe

Latest Articles