এখানেই বিনোদন

সালমানের সবচেয়ে বড় ওপেনার ‘টাইগার থ্রি’


টাইগার ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘টাইগার থ্রি’। গত রোববার সালমান খান অভিনীত এই সিনেমাটি মুক্তি পায়। মূলত ঈদেই বলিউড ভাইজানের সিনামে মুক্তি পেতে দেখা গেছে। তবে এবার সিনেমা মুক্তি দেওয়া হয়েছে ভারতের সবচেয়ে বড় উৎসব দীপাবলিতে সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। মাত্র দুই দিনেই ছবিটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। ইতোমধ্যে এটি সালমান খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনার-এর খেতাব জিতে নিয়েছে।

মুক্তির প্রথম দিন ৪৪ কোটি রুপি আয় করেছে ‘টাইগার থ্রি। ’ জানা গেছে, দ্বিতীয় দিনে সব ভাষা মিলিয়ে ৫৭.৫০ কোটি আয় করেছে এই ছবি। সব মিলিয়ে দুই দিনে ছবির আয় হয়েছে ১০২ কোটি। টাইগার থ্রি’ সালমানের সবচেয়ে বড় ওপেনার।

এর আগে ‘ভারত’ প্রথম দিন আয় করেছিল ৪২.৩০ কোটি। ‘প্রেম রতন ধন পায়ো’র প্রথম দিনের আয় ছিল ৪০.৩৫ কোটি রুপি।

‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘টাইগার থ্রি’। ২০১২ সালে প্রথম মুক্তি পায় ‘এক থা টাইগার’। এরপর ২০১৭ সালে আসে ‘টাইগার জিন্দা হ্যায়’।

বিদেশের মাটিতেও প্রথম দিনে দুর্দান্ত ব্যবসা করেছে এ সিনেমা। নিঃসন্দেহে, দীপাবলির আবহ থাকা সত্ত্বেও বেশ ভালো ব্যবসা করেছে সালমান খানের এ সিনেমা।

‘টাইগার থ্রি’ ছবিতে ‘পাঠান চরিত্রে দেখা গেছে শাহরুখকে। শুধু তাই নয়, ‘ওয়ার’-এর ‘কবির’ চরিত্রে দেখা মিলেছে হৃতিকেরও।

প্রসঙ্গত, স্পাই অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘টাইগার ৩’ পরিচালনা করেছেন মনীশ শর্মা। সিনেমায় সালমান এবং ক্যাটরিনা কাইফ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ভিলেনের চরিত্রে দেখা গেছে ইমরান হাশমিকে। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

50,000FansLike
265,000SubscribersSubscribe

Latest Articles

Translate »