ওটিটিতে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নিশো ও মেহজাবীন। মধ্যবিত্ত সমাজের মানুষের গল্প আবর্তিত হয়েছে এই ওয়েব ফিল্মে। আর এটি নির্মাণ করেছেন শিহাব শাহীন।
ওয়েব ফিল্মটি নিয়ে শিহাব শাহীন বলেন, করোনার কারণে তিনবার ‘নীল জলের কাব্য’র শুটিং বন্ধ করতে হয়েছিলো। শেষ পর্যন্ত কাজটা শেষ করে যে দর্শকের সামনে উপস্থিত করতে পারছি, এজন্য মেহজাবীনকে কৃতিত্ব দেব। কারণ এই প্রজেক্ট যেন হয়, তার পেছনে যদি একজন শেষ পর্যন্ত লেগে থাকে- তাহলে সে মেহজাবীন।
মেহজাবীন বলেন, ২০২১ সালে নতুন ধরণের একটি গল্প খুঁজেছিলাম। তখন জাহান সুলতানার কাছে ‘নীল জলের কাব্য’র মতো একটা গল্প পাই শিহাব ভাইয়ের মাধ্যমে, গল্পটি পড়েই তখন খুব রিফ্রেশিং লাগছিলো। বহুবার শুটিং শুরু করে বন্ধ করতে হয়েছে নানা কারণে, গত আগস্টে কাজটি শেষ হলো। এখন ফিল্মটি দর্শকের সামনে আসছে,এটি আমার খুব আকাঙ্খিত একটি কাজ, আশা করি সবাই দেখবেন।
নিশো বলেন, ‘নীল জলের কাব্য’ গল্পটি আমার অন্তরের খুব কাছের ছিলো। আমার কাছে মনে হয়, এই কাজটি শেষ করতে প্রত্যেকেই লেগে ছিলো। সময় গেলেও শেষ পর্যন্ত কাজটি দর্শকের সামনে আসছে, এটাই বড় কথা।
২০২১ সালে এটি টেলিফিল্ম হিসেবে কাজ শুরু করলেও বর্তমানে তা ওয়েব ফিল্ম আকারে মুক্তি পাচ্ছে। জানা যায়, কক্সবাজার যাওয়া এবং সমুদ্র দেখার স্বপ্নের এক গল্প নিয়ে এই ওয়েব ফিল্ম। এর মাধ্যমে বহুদিন পর জনপ্রিয় এই জুটি আবার স্ক্রিনে আসছেন।