এখানেই বিনোদন

সালমানের লুক ছাপিয়ে নেটিজেনদের নজর কাড়লো আড়াই কোটির ঘড়ি


দীপবলি উপলক্ষে বোন অর্পিতার বাড়ির পার্টিতে গিয়েছিলেন বলিউড ভাইজান সালমান খান। তারই ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। আর তারই চর্চা এখন নেটিজেনদের মাঝে।

ভিডিওতে দেখা যায়, ক্যাজুয়াল লুক আনতে সালমান পরেছেন কালো রঙের স্টাইলিস্ট শার্ট ও ডিপ মেরুন প্যান্ট। তবে সবকিছু ছাপিয়ে সালমানের হাতঘড়িটি নজর কেড়েছে সবার।

দ্য ইন্ডিয়ান হোরোলজির বরাত দিয়ে সিয়াসাত ডটকম জানিয়েছে, সালমানের হাতের ঘড়িটি ‘রোলেক্স’ ব্র্যান্ডের। বিশ্বের বিলাসবহুল হাতঘড়ির জগতে অন্যতম ব্র্যান্ড এটি। এ ঘড়ির বর্তমান বাজার মূল্য ২.৯ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৩৮ লাখ টাকার বেশি। ঘড়িটির এত মূল্য দেখে বিস্ময় প্রকাশ করছেন নেটিজেনরা।

উল্লেখ্য,সালমান খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার থ্রি’। যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমা গত ১২ নভেম্বর বিশ্বের ৮ হাজার ৯০০ পর্দায় মুক্তি পেয়েছে । এটি পরিচালনা করেছেন মণীশ শর্মা। বক্স অফিসে ভালোই ব্যবসা করছে সিনেমাটি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

50,000FansLike
265,000SubscribersSubscribe

Latest Articles

Translate »