বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক বিশাল দাদলানি। হুট করেই এই সংগীত পরিচালক হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ খবর তিনি নিজেই হাসপাতালের বিছানা থেকে ছবি পোস্ট করে অনুরাগীদের জানিয়েছে । তবে কিছুতেই জানাতে চাননি, তার হাসপাতালে ভর্তির কারণ।
বিশাল দাদলানি, ইনস্টাগ্রামে বিশাল একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। সেই ছবি পোস্ট করে বিশাল লিখলেন, আমার কী হয়েছে জানতে চাইবেন না। এটা ভুল প্রশ্ন। বরং আমাকে জিজ্ঞাসা করুন অভিজ্ঞতাটা কেমন? আমি বলব দারুণ। ভয়ে বাঁচি কেন? ভালোভাবে বেঁচো থাকো বন্ধুরা।
সিনেমা, সিরিজে সংগীত পরিচালনার সঙ্গে সঙ্গে এখন তাকে দেখা যায়, ‘ইন্ডিয়ান আইডলের ১৪’ সিজনের বিচারক হিসেবে।