এখানেই বিনোদন

পরকীয়ায় জড়িয়েছেন মাইনুল আহসান নোবেল!


মাঝে মধ্যেই বিতর্কিত বিষয় নিয়ে খবরের শিরোনামে থাকেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। কখনও মাদক কাণ্ডে, কখনও বা ব্যক্তিগত জীবন নিয়ে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান প্রেমিকার সঙ্গে নিজের ছবি প্রকাশ করেছেন নোবেল। সেখানেও শুরু হয়েছে বিতর্ক। গুঞ্জন উঠেছে অন্যের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন ।

রোববার (১৯ নভেম্বর) নিজের ফেসবুকে প্রেমিকার সঙ্গে দুইটি ছবি প্রকাশ করেন নোবেল। ওই ছবিতে দেখা যায়, তার বুকে মাথা রেখে আছেন এক তরুণী।

ক্যাপশনে গায়ক লিখেছেন, ক্যাপশন কি লেখা লাগবে? আরশি। সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি।

এ দিকে ছবি প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে নোবেলের সঙ্গে আরশির পরিচয় জানতে চেয়েছেন নেটিজেনরা। এমনকি নিজের ফেসবুকে ওই তরুণীর সঙ্গে ছবি প্রকাশের পাশাপাশি এক ভক্তের মন্তব্যর জবাবে আরিশাকে তাদের ‘ভাবি’ বলেও সম্বোধন করেন নোবেল।

খোঁজ নিয়ে জানা গেছে, নোবেলের সঙ্গে থাকা মেয়েটির নাম আরিশা। তার বাড়ি খুলনায়। আরশির আরও একটি পরিচয় হচ্ছে, তিনি খুলনার ফুড ব্লগার নাদিমের স্ত্রী। এ নিয়ে খুলনার তরুণদের মধ্যে হচ্ছে সমালোচনা। নেটমাধ্যমে তারা সবাই নাদিমের পক্ষেই কথা বলছেন।

আরও জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেই গায়কের সঙ্গে পরিচয় হয় আরশির। এরপর একাধিকবার নড়াইলে দু’জনে দেখাও করেছেন। বর্তমানে এই তরুণীর সঙ্গেই প্রেমের সম্পর্কে রয়েছেন নোবেল। তবে বিষয়টি সম্ভবত নাদিম আগেই বুঝতে পেরেছিলেন যে, নোবেলের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক।

এর আগে নোবেল যখন অর্থ আত্মসাৎ মামলায় গ্রেফতার হয়েছিলেন তখন নাদিম ফেসবুকে লিখেছিলেন, এর জন্য মানুষ নাকি এখন পাগল হয়! আগে ভালো থাকা ঠিক ছিল, আর এখন! এখন যে নেশাখোর সেই একমাত্র এর জন্য পাগল হবে।

ওই পোস্ট থেকে এটা স্পষ্ট যে, নোবেল ও নিজের স্ত্রীর সম্পর্কেরই ইঙ্গিত দিয়েছিলেন নাদিম। তবে আরশির সঙ্গে নাদিমের বিবাহিত জীবন এখনও রয়েছেন নাকি বিচ্ছেদ হয়ে গেছে সেটা এখনও জানা যায়নি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

50,000FansLike
265,000SubscribersSubscribe

Latest Articles

Translate »