এখানেই বিনোদন

‘ব্লাউজের মাপও আমাদের ঠিক করতে হবে’


বরাবরই সোজাসাপ্টা ভাষায় কথা বলায় স্বস্তিকা মুখার্জির জুড়ি মেলা ভার। নিজের মনোভাব ব্যক্ত করতে কোনোদিন পিছপা হন না তিনি। তা যে বিষয়েই হোক —এবার পড়লেন ব্লাউজ নিয়ে।

সম্প্রতি এক বই লঞ্চের অনুষ্ঠানে কালো রঙের স্লিভলেস পরে হাজির হয়েছিলেন স্বস্তিকা। একগুচ্ছ ছবি শেয়ার করেই দিয়েছেন কড়া বার্তা। স্বস্তিকা লিখেছেন, আমার হাত মোটা তাতে কি? হাত কাটা ব্লাউজ পরতে ইচ্ছে করলে পরব! আর এটা ব্লাউজও না, মেয়ের টপ।

মেয়ে এখন তার কাঁধ ছাপিয়ে গেছে। তাই মেয়ের টপকেই ব্লাউজ হিসেবে পরে বই লঞ্চের অনুষ্ঠানের মধ্যমণি স্বস্তিকা। সঙ্গে আরও জানান, আমরা মেয়েরা বড্ড ভয় পাই, লোকে কি বলবে সেটা হাতে ভাবনার একদম অপরে। হাত আমাদের, ইচ্ছে আমাদের, বেলাউজের (ব্লাউজ) মাপ আমাদেরকেই ঠিক করতে হবে।

প্রসঙ্গত, টালিপাড়ায় স্বস্তিকার শাড়ি কালেকশন নিয়ে আলোচনা সবচেয়ে বেশি। শাড়ির পাশাপাশি তার পরা ব্লাউজ নিয়েও কম চর্চা হয় না। এর আগে একাধিকবার ট্রলের শিকার হয়েছেন তিনি। সে কারণেই হয়তো ছবি প্রকাশ অগ্রীম উত্তর দিয়ে দিলেন যেন ট্রলকারীরা সুবিধা করতে না পারেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

85,000FansLike
285,000SubscribersSubscribe

Latest Articles