সময়টা মোটেই ভালো যাচ্ছে না গায়ক অনুপম রায়ের। মুখে কিছু না বললেও চেহারা কিংবা সমাজমাধ্যমে চোখ রাখলেই তা স্পষ্ট বোঝা যাচ্ছে। ছাই চাপা আগুন দাউ দাউ করে জ্বলছে। তাই হয়তো সেটা নেভাতে চলে গেলেন সমুদ্রের পাড়ে। কথাও বলতেন ঢেউয়ের সঙ্গে।
অনুপম তার ইনস্টাগ্রামে সমুদ্রের পাড়ে বাবা-মায়ের সঙ্গে একটি পারিবারিক ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, সমুদ্রের সঙ্গে কিছু কথা।
প্রসঙ্গত, টালিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে পরিচিত ছিলেন অনুপম-পিয়া। তাদের সাজানো সংসার এভাবে খড়কুটোর মতো ভেসে গেল কেন? দু-বছর ধরে সেই জবাব অধরাই। বসন্তের সন্ধ্যার আলাপে শুরু বন্ধুত্ব, তারপর প্রেম আর পরবর্তীতে ২০১৫ সালে সাত পাক ঘুরে পূর্ণতা পেয়েছিল সম্পর্ক। এরপর ২০২১ সালের ১১ নভেম্বর এক্সে যৌথ বিবৃতি দিয়ে বিয়ে ভাঙেন তারা। এর ঠিক তিন বছর পর গত ২৭ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেন পরম-পিয়া। ঘরোয়া আয়োজনের রেজিস্ট্রি বিয়ে করেছেন তারা।