ববি দেওয়াল ও রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ ছবিটি ভারতের সঙ্গে একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল বাংলাদেশেও। কিন্তু আমদানির পর কিছু জটিলতার কারণে সেটা আর সম্ভব হয়নি। তবে দেরিতে হলেও দেশের ৪৫ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড বক্স অফিসে ঝড় তোলা সিনেমাটি।
ভারতীয় সংস্করণে ‘অ্যানিমেল’র দৈর্ঘ্য ৩ ঘণ্টা ২২ মিনিট। তবে বাংলাদেশি দর্শকরা দেখতে পারবেন ২ ঘণ্টা ৫০ মিনিট।
সেন্সর বোর্ডের কর্মকর্তারা জানান, ‘অ্যানিমেল’ সিনেমার একটি ভার্সন সেন্সরের জন্য জমা দেওয়া হয়েছিল। সেটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৫০ মিনিট। অর্থাৎ দেশের দর্শকরা অন্য দেশের দর্শকদের চেয়ে ৩০ মিনিট কম উপভোগ করবেন। বাংলাদেশে এই ছবির আরব ভার্সন মুক্তি দেওয়া হয়েছে।
সাফটা চুক্তির আওতায় সিনেমাটি আমদানি করেছে কিবরিয়া ফিল্মস। বিপরীতে ভারতে রপ্তানি করা হয়েছে ওয়ালিদ আহমেদ পরিচালিত ‘মেঘের কপাট’।
সিনেমায় রণবীর কাপুর ও অনিল কাপুর বাবা-ছেলের চরিত্রে অভিনয় করেছেন। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা। খলচরিত্রে আছেন ববি দেওল। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।