ভারতের দক্ষিণের সুপারস্টার প্রভাসের সিনেমা ‘সালার: পার্ট ওয়ান-সিজফায়ার’ মুক্তি পেয়েছে শুক্রবার (২২ ডিসেম্বর)। ছবিটি দিয়ে ব্যর্থতা ঘুচে বক্স অফিসে দাপট দেখাবেন দক্ষিণী সুপারস্টার প্রভাস- এমন ধারণা ছিল সবার। কিন্তু মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে দাপট দেখালেও দ্বিতীয় দিনেই রীতিমতো ৬০ শতাংশ আয় কমেছে প্রভাসের ‘সালার’।
মুক্তির প্রথম দিনে যেখানে শুধু মাত্র ভারতেই ছবিটির আয় ছিল ৯৫ কোটি রুপি, সেখানে দ্বিতীয় দিনেই তা কমে দাঁড়িয়েছে ৫৫ কোটি রুপিতে। ফলে ভারতে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১৫০ কোটি রুপি এবং বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৫০ কোটি রুপি।
এদিকে শাহরুখের ‘পাঠান’ কিংবা ‘জওয়ান’-এর মতো বক্স-অফিসে দাপট দেখাতে পারল না তার অভিনীত বছরের তৃতীয় ও শেষ ছবি ‘ডানকি’। ছবিটির প্রথম তিন দিনের আয় এমনটাই বলে দিচ্ছে। তবুও ভারতের ছুটির দিন আসতেই খানিকটা বাড়ল ছবিটির আয়।
বলি মুভি রিভিউজ ডটকম বলছে, মুক্তির প্রথম দিনে ভারতে ‘ডানকি’ আয় করেছে ২৯.২ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২০ কোটি রুপি ও তৃতীয় দিনে ২৪ কোটি রুপি। ফলে ভারতে এখন পর্যন্ত ছবিটির মোট আয় ৭৩.২ কোটি রুপি এবং বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় ১৬০ কোটি রুপি।
প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’ প্রভাস ছাড়াও আরো রয়েছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবুসহ অনেকে। অন্যদিকে রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে আরো রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র।