গতকাল ২৫ ডিসেম্বর ছিল বড়দিন। আর বড়দিন মানেই কাপুর পরিবারে থাকে বিশেষ আয়োজন। আমন্ত্রিত থাকেন অতিথিরাও। অতিথিদের সঙ্গে সাক্ষাতের আগে কন্যা রাহাকে নিয়ে আলোকচিত্রীদের সামনে পোজ দেন রণবীর–আলিয়া। অন্তর্জালে ওই মুহূর্তেই ভাইরাল হয় সেই ছবি আর ভিডিও। তবে সবার নজর ছিল রাহা ও তার চোখের দিকে। অনেকেই রাহার চোখের সঙ্গে রাজ কাপুরের চোখের মিল খুঁজেছেন। আবার অনেকে দাদা ঋষি কাপুরের চোখের সঙ্গেও রাহার চোখের মিল আছে বলে মন্তব্য করছেন।
১৩ মাস বয়সে মা–বাবার সঙ্গে প্রথমবারের মতো জনসম্মুখে রাহা কাপুর।
বাবা রণবীরের কোলে রাহা। রাহার পরনে পিঙ্ক রঙের ফ্রক ও তার ওপর বড়দিনের সোয়েটার।
মা আলিয়া ভাট ও বাবা রণবীর কাপুরের সঙ্গে নীল চোখের রাহা কাপুর।
গত বছর গাঁটছড়া বাঁধেন আলিয়া ভট্ট-রণবীর কাপুর। ওই বছরের নভেম্বর মাসে দম্পতির কোলে আসে প্রথম সন্তান রাহা। চলতি বছরের ৬ নভেম্বর পালিত হয়েছে রাহার জন্মদিন। রাহার জন্মদিনে কেকের সঙ্গে তার ছবিও সামাজিকমাধ্যমে পোস্ট করেছিলেন আলিয়া। বলেছিলেন, দুই বছর বয়স না হলে রাহার মুখ দেখাবেন না কাপুর দম্পতি। কিন্তু নিজেরাই সেই প্রতিজ্ঞা ভঙ্গ করলেন অবশেষে। বড়দিনেই মা-বাবার হাত ধরে প্রকাশ্যে আসে রাহা।