দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা শ্রুতি হাসান। তবে তামিলের পাশাপাশি বলিউডেও বেশ প্রতিষ্ঠিত তিনি। বরাবরই বিয়ে নিয়ে অনীহা প্রকাশ করেছেন এই নায়িকা। কিন্তু এবার নাকি গোপনে বিয়ে সেরেছেন শ্রুতি।
ভারতীয় গণমাধ্যম হতে জানা যায়, শ্রুতির বিয়ের খবরটি ফাঁস করেছেন বলিউডের ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে পরিচিত ওরহান আওয়াত্রামানি ওরফে ওরি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, শ্রুতি বিয়ে করেছেন, তার স্বামী আছে। কিন্তু অভিনেত্রীর ব্যবহার নাকি মোটেও ভালো না। কখনোই ওরির সঙ্গে মধুর ব্যবহার করেননি শ্রুতি।
ওরি আরও বলেন, একটি অনুষ্ঠানে শ্রুতির সঙ্গে দেখা হয় আমার। কিন্তু সেখানে ভালোভাবে কোনো কথাই বলেননি সে। তবে ওর স্বামী শান্তনু হাজারিকা খুব ভালো, তার সঙ্গে কথা হয়, ভালো মানুষ।
ওরির মুখে শান্তনু নামটা শুনেই রহস্যের জট বেঁধেছে নেটিজেনদের মনে। তবে কি গোপনে বিয়ে সেরে ফেলেছেন শ্রুতি? যদিও এই প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো মন্তব্য করজন্তেই নায়িকা।
তবে গত চার বছর ধরে শান্তনুর সঙ্গে প্রেম করছেন শ্রুতি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। প্রেমিক শান্তনুর সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি আর ভিডিও পোস্ট করেন শ্রুতি। কিন্তু এবার যেন অভিনেত্রীর গোপ্ন তথ্য ফাঁস করে দিলেন ওরি।
সূত্র : আনন্দবাজার