বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ২০২৩ সাল এক কথায় দুর্দান্ত কেটেছে। সারা বছরের টুকরো ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী। গত বছর আলিয়া এবং রণবীরের কোল আলো করে এসেছে মেয়ে রাহা। মেয়ে জন্মের পর এ বছরই বড়পর্দায় মুক্তি পেয়েছে আলিয়া অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। নায়িকার বিপরীতে ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং।
বক্স অফিসে তুমুল হিট করেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। একই সঙ্গে এ বছর মেট গালায় ডেবিউ করেছেন বলি ডিভা। মুক্তা খচিত গাউনে তার থেকে চোখ সরেনি কারো। এমনকি এ বছর হলিউডেও ডেবিউ করেন আলিয়া, ‘দ্য হার্ট অফ স্টোন’ দিয়ে। ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য এ বছর জাতীয় পুরস্কার জিতেছেন নায়িকা। সেই সব ছবি কোলাজ করে বছর শেষে ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও শেয়ার করেছেন আলিয়া।
অভিনেত্রীর পোস্টে মন্তব্য করেছেন রণবীর সিং। হার্ট ইমোজি, ইনফিনিটি সাইন এবং ইভেল আই সাইন কমেন্ট করেছেন অভিনেতা।
গত কয়েকটা মাসে আলিয়া যেখানেই হাত রেখেছেন সোনা ফলেছে। তার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ডেবিউ ছবি ‘আরআরআর’ অস্কার এনেছে। ‘ব্রহ্মাস্ত্র’ ব্যাপক সাফল্য অর্জন করেছে। গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি, রকি অউর রানি কি প্রেম কাহানি বক্স অফিস হিট। প্রযোজক আলিয়ার ‘ডার্লিংস’ প্রশংসা কুড়িয়েছে।
how much is cialis without insurance
how much is cialis without insurance