এখানেই বিনোদন

থার্টিফার্স্ট সামনে রেখে প্রেমিককে নিয়ে কোথায় ছুটলেন শাহরুখকন্যা সুহানা?


নতুন বছর উপলক্ষ্যে বলিউড তারকারা বিভিন্নজন বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছেন। এ তালিকায় রয়েছেন বলিউড বাদশা শারুহখকন্যাও। জানা যায়, বর্ষবরণ করতে প্রেমিকের সঙ্গে মুম্বাই ছেড়েছেন সুহানা।

জানা গেছে, বলিউডে পা রাখার আগে থেকেই সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা সম্পর্কের সমীকরণ নিয়ে আলোচনা তুঙ্গে। প্রায় বছরখানেক ধরে নাকি প্রেম করছেন তারা। জোয়া আখতারের ‘দি আর্চিজ়’-এর সেটে কাজ করতে গিয়েই নাকি ঘনিষ্ঠতা বাড়ে দুই তারকা-সন্তানের।

বন্ধুত্ব গড়ায় প্রেমে। যদিও এখনো জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি সুহানা বা অগস্ত্য কেউ-ই। তবে প্রেমে তেমন রাখঢাক নেই চর্চিত যুগলের। কয়েক মাস আগে এক অনুষ্ঠানে সুহানার উদ্দেশে চুম্বন ছুড়ে দিয়েছিলেন অগস্ত্য। তার সপ্তাহখানেক পর এক পার্টিতেও অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল তাদের।

‘দি আর্চিজ়’-এর প্রচারমূলক অনুষ্ঠানেও চোখে পড়েছে তাদের রসায়ন। চলতি মাসে মুক্তি পেয়েছে সেই ছবি। বছরের শেষে ফের একই ফ্রেমে দেখা মিলল সুহানা ও অগস্ত্যের। বর্ষবরণ করতে একসঙ্গে মুম্বাই ছাড়লেন চর্চিত যুগল।

আগেই ছুটি কাটানোর জন্য মায়ানগরী ছেড়েছেন অনন্যা পাণ্ডে, আদিত্য রায় কাপুর, তামান্না ভাটিয়া, বিজয় বর্মার মতো চর্চিত যুগলরা। এবার সেই তালিকার নাম জুড়ল সুহানা ও অগস্ত্যেরও।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

85,000FansLike
285,000SubscribersSubscribe

Latest Articles