অভিনয় জগৎ থেকে খানিকটা ফুরসত মিললেই ঘোরাঘুরি করে ব্যক্তিগত জীবন উপভোগ করেন অনেক অভিনেতা-অভিনেত্রীরা। ভক্ত-অনুরাগীদেরও সামাজিক যোগাযোগমাধ্যমে সেই খবর জানান দিয়ে সহজেই আপডেট দেন তারা। কাজের ফাঁকে তারকাদের এমন ঘোরাঘুরির তালিকায় বরাবরই পাওয়া যায় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে।
কয়েকদিন আগেও মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ঘুরে এসেছেন জনপ্রিয় এ অভিনেত্রী। এবার পাড়ি জমিয়েছেন দক্ষিণপূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে। সেখানে সমুদ্রপাড়ে বেশ খোশমেজাজেই দেখা গেছে তাকে। সঙ্গে আছেন স্বামী সনি পোদ্দার।
বুধবার রাতে ফেসবুকে এক পোস্টে একগুচ্ছ ছবি দিয়ে থাইল্যান্ডের ফি ফি দ্বীপপুঞ্জে অবসর সময় কাটানোর বার্তা দেন মিম। ছবিগুলোয় স্বামী সনি পোদ্দারের সঙ্গে খুনসুটির পাশাপাশি নানা ভঙ্গিতে ধরা দিয়েছেন অভিনেত্রী।
পোস্টের ক্যাপশনে মিম লিখেছেন, চিরসুন্দর জীবনকে উপভোগের শ্রেষ্ঠ উপায় হলো বর্তমান সময়ের প্রতিটি মুহূর্তকে উপভোগ করা।
এরই মধ্যে ১২ হাজার মানুষ মিমের সেই পোস্ট পছন্দ করে রিয়েক্ট দিয়েছেন। আবার কমেন্ট বক্সে অনেকেই সানি ও মিমের জুটিকে শুভকামনা জানিয়ে তাদের পরিধেয় পোশাকের প্রশংসা করেছেন।
সবশেষ সঞ্জয় সমাদ্দারের ‘মানুষ’ ছবিতে দেখা গেছে বিদ্যা সিনহা মিমকে। পশ্চিমবঙ্গের এ সিনেমাটি বাংলাদেশেও মুক্তি পেয়েছিল।