এখানেই বিনোদন

এবার বাফটার মঞ্চে দীপিকা


ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের (বাফটা) মঞ্চে দেখা যাবে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। ২০২২ বিশ্বকাপ ফুটবল ফাইনাল ও গত বছর অস্কারেও দেখা গিয়েছিল হিন্দি সিনেমার এই লেডিস্টারকে।

দীপিকা নিজেই সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছেন। শেয়ার করেছেন বাফটার তরফ থেকে আসা একটি চিঠি।

ছবিটিতে লেখা, বাফটায় অ্যাওয়ার্ড প্রেজেন্টার হিসেবে দেখা যাবে দীপিকাকে। এতে একমাত্র বলিউড অভিনেত্রী হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তিনি। তার সঙ্গে থাকবেন ডেভিড বেকহ্যাম, কেট ব্ল্যানচেট, দুয়া লিপার মতো তারকারা। তারা বাফটার মঞ্চে এসে খাম খুলে পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করবেন।

ফেব্রুয়ারির ১৮ তারিখ বসবে বাফটা অ্যাওয়ার্ডসের আসর। লন্ডনের রয়্যাল ফেস্টিভাল হলে আয়োজিত হবে এই অনুষ্ঠান। এবারের বাফটা অনুষ্ঠান সঞ্চালনা করবেন ডেভিড টেনান্ট।

এ বছর বাফটা অ্যাওয়ার্ডসের ৭৭তম আসরে সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’। মনোনয়নে এর পরেই রয়েছে এমা স্টোনের ‘পুর থিংস’। এটি পেয়েছে ১১টি মনোনয়ন। ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ পেয়েছে ৯টি মনোনয়ন। বছরের আলোচিত ও সবচেয়ে ব্যবসাসফল ‘বার্বি’ পেয়েছে পাঁচটি মনোনয়ন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

85,000FansLike
285,000SubscribersSubscribe

Latest Articles