ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে জাতীয় পুরস্কারের পরে দাদাসাহেব ফালকে পুরস্কার সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দ্বারা প্রতিষ্ঠিত চলচ্চিত্র উৎসব অধিদপ্তর নামক সংস্থা এই পুরস্কার প্রদান করে। ভারতীয় চলচ্চিত্রের প্রগতি ও উন্নতির জীবনব্যাপী অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়।
গত ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার মুম্বাইতে অনুষ্ঠিত হল ৫৩তম দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড। শাহরুখ, নয়নতারা, ভিকি কৌশল, ববি দেওল সহ অনেকেই জিতেছেন পুরস্কার। শাহরুখের ‘জওয়ান’ এবং রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে এবারের আসরে।
‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাহরুখ। একই ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নয়নতারা। সমালোচকদের বিচারে সেরা অভিনেতা হয়েছেন ভিকি কৌশল। ‘স্যাম বাহাদুর’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।
‘অ্যানিমেল’-এর জন্য সেরা নেতিবাচক চরিত্রের পুরস্কার পেয়েছেন ববি দেওল। একই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন সন্দিপ রেড্ডি ভাঙ্গা।
পাঠকের জ্ঞাতার্থে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডের বিজয়ীদের সম্পূর্ণ তালিকা-
সেরা ছবি- জওয়ান
সেরা ছবি (সমালোচক): টুয়েলফথ ফেল
সেরা অভিনেতা- শাহরুখ খান (জওয়ান)
সেরা অভিনেত্রী- রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
সেরা অভিনেতা (সমালোচক)- ভিকি কৌশল (স্যাম বাহাদুর)
সেরা অভিনেত্রী (সমালোচক)- করিনা কাপুর খান (জানে জান)
নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা- ববি দেওল (অ্যানিম্যাল)
সেরা পরিচালক- সন্দীপ রেড্ডি ভঙ্গা (অ্যানিম্যাল)
সেরা পরিচালক (সমালোচক)- অ্যাটলি (জওয়ান)
সেরা সঙ্গীত পরিচালক: অনিরুদ্ধ রবিচন্দর (জওয়ান)
সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ): বরুণ জৈন এবং শচীন জিগার (জরা হটকে জরা বচকে থেকে তেরে ভাস্তে)
সেরা প্লেব্যাক গায়িকা (মহিলা): শিল্পা রাও (বেশারম রং- পাঠান)
কমিক চরিত্রে সেরা অভিনেতা: আয়ুষ্মান খুরান্না (ড্রিম গার্ল ২)
কমিক চরিত্রে সেরা অভিনেত্রী: সানিয়া মলহোত্রা
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: অনিল কাপুর (অ্যানিম্যাল)
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী: ডিম্পল কাপাডিয়া (পাঠান)
সবচেয়ে প্রতিশ্রুতিশীল অভিনেতা: বিক্রান্ত ম্যাসি (১২তম ব্যর্থ)
সবচেয়ে প্রতিশ্রুতিশীল অভিনেত্রী: আদা শর্মা (দ্য কেরালা স্টোরি)
সবচেয়ে বহুমুখী অভিনেত্রী: নয়নতারা
সেরা গীতিকার: জাভেদ আখতার (নিকলে থে কাভি হাম ঘর সে- ডাঙ্কি)
টেলিভিশন সিরিজের সেরা অভিনেত্রী: রূপালী গাঙ্গোপাধ্যায় (অনুপমা)
টেলিভিশন সিরিজের সেরা অভিনেতা: নীল ভাট (গুম হ্যায় কিসিকে পেয়ার ম্যায়)
বছরের সেরা টেলিভিশন সিরিজ: গুম হ্যায় কিসিকে প্যায়ার ম্যায়
সেরা ওয়েব সিরিজ: ফারজি
সেরা ওয়েব সিরিজ (সমালোচক): দ্য রেলওয়ে মেন
ওয়েব সিরিজের সেরা অভিনেতা: শাহিদ কাপুর (ফারজি)
ওয়েব সিরিজের সেরা অভিনেত্রী: সুস্মিতা সেন (আরিয়া সিজন ৩)
উল্লেখ্য, ভারতীয় চলচ্চিত্র জগৎ থেকে বেশ কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব দ্বারা গঠিত একটি কমিটি পুরস্কার প্রাপকের নাম নির্বাচন করে।পুরস্কার হিসেবে একটি স্বর্ণকমল পদক, নগদ ১০,০০,০০০ রুপি ও একটি শাল প্রদান করা হয়।