এখানেই বিনোদন

তবে কি দ্বন্দ্ব চলছে করন-আলিয়ার


বলিউডের জনপ্রিয় নির্মাতা-প্রযোজক করন জোহর ও অভিনেত্রী আলিয়া ভাট। অভিনেত্রীকে নিজের মেয়ে বলেই দাবি করেন করন। তবে বিটাউনে গুঞ্জন উঠেছে বর্তমানে দুজনের সম্পর্ক নাকি ভালো যাচ্ছে না।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ভারতীয় জাতীয় চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন করন-আলিয়া। কিন্তু অনুষ্ঠানে উপস্থিত থাকলেও দুজনই খানিকটা এড়িয়ে গেলেন। এমনকি একসঙ্গে ছবি তুলতেও ইতস্তত করছিলেন তারা।

হঠাৎ কি হয়েছে করন-আলিয়ার এমন প্রশ্ন রহস্যের জট বেঁধেছে তাদের ভক্তদের মনে।

মঙ্গলবারের অনুষ্ঠানে সামান্য কুশল বিনিময় পর্যন্ত করেননি তারা। যে আলিয়ার সঙ্গে এমন গলায় গলায় সম্পর্ক ছিল পরিচালকের, সেখানে মঙ্গলবার তারা কেন একে অপরকে দেখে না-চেনার ভাব করলেন?

জানা গেছে, করনের হাত ধরেই বলিউডে পা রাখেন আলিয়া। এরপর ধর্মা প্রোডাকশনের সঙ্গে একের পর এক সিনেমা করেছেন আলিয়া। সম্প্রতি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে কাজ করেছেন এই নায়িকা।

সূত্র : আনন্দবাজার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

50,000FansLike
265,000SubscribersSubscribe

Latest Articles

Translate »