এখানেই বিনোদন

এবার কার প্রেমে পড়লেন কার্তিক আরিয়ান?


সারা আলি খানের সঙ্গে কার্তিক আরিয়ানের প্রেম নিয়ে কম জলঘোলা হয়নি। এর পর অনন্যা পান্ডের সঙ্গেও নাম জড়ায়। সেটিও বেশি দিন টেকেনি। এবার রেস্তোরাঁয় আরেক নায়িকার সঙ্গে সময় কাটাতে দেখা গেছে কার্তিককে।

নায়িকাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে যাওয়ার সময় পাপারাজ্জির কবলে পড়েন কার্তিক। অপ্রস্তুত হয়ে পড়েন অভিনেতা-অভিনেত্রী। দ্রুত ছুটে যান গাড়ির দিকে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, কয়েক দিন আগেই কার্তিক আরিয়ানকে দেখা গিয়েছিল হৃতিক রোশনের ফুফাতো বোন পশমিনা রোশনের সঙ্গে সময় কাটাতে। এবার অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে দেখা গেল কার্তিককে।

মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় নৈশভোজের সময় কার্তিকের পরনে সাদা শার্ট ও প্যান্ট। অন্যদিকে বডিকন পোশাকে দেখা গেল তারাকে। একে অপরকে আলিঙ্গন করেন, কিন্তু ছবি শিকারিদের দেখা মাত্র ছুট দেন তারা।

এ ঘটনার পর একদিকে যেমন কার্তিক ও তারার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তেমনি একাংশ দাবি করছেন, গোটা ব্যাপাটাই তাদের পরবর্তী ছবি ‘আশিকি ৩’-এর প্রচার কৌশল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

50,000FansLike
265,000SubscribersSubscribe

Latest Articles

Translate »