এখানেই বিনোদন

নদী থেকে এটিএম শামসুজ্জামানের ছেলের মরদেহ উদ্ধার


নদী থেকে প্রয়াত অভিনেতা এ টি এম শামসুজ্জামানের ছেলের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে পাওয়া যায় ৪৬ বছর বয়সী এ টি এম খালেকুজ্জামান কুশলের লাশ।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে নদী থেকে লাশ উদ্ধার করে মুলাদী থানায় নিয়ে আসা হয়।মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

মুলাদী থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, ‘অর্ধগলিত লাশটি ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। সেখানে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে ৪ থেকে ৫ দিন লাশ নদীতে ভাসছিল। এ কারণে লাশে পচন ধরেছে।’

ওসি আরও জানান, লাশের সঙ্গে পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে ঢাকার সূত্রাপুর থানার দেবেন্দ্রনাথ দাস লেনের ৪৬নং বাসার ঠিকানা দেওয়া হয়েছে। পিতার নাম এ টি এম শামসুজ্জামান লেখা রয়েছে। পরে সূত্রাপুর থানায় যোগাযোগ করে নিশ্চিত হওয়া গেছে লাশটি অভিনেতা শামসুজ্জামানের ছেলের।

সূত্রাপুর থানার ওসি মঈনুল ইসলাম বলেন, ‘মুলাদী থানার ওসি বিষয়টি জানানোর পর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। খবর পাওয়ার পর তার পরিবারের সদস্যরা মুলাদীতে রওনা হয়েছেন।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

50,000FansLike
265,000SubscribersSubscribe

Latest Articles

Translate »