২০২৩ সালে অনুরাগ ক্যাশপের ‘কেনেডি’ ছবির হাত ধরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডেবিউ করেছেন অভিনেত্রী সানি লিওন। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন তিনি।
সানি লিওন বিনোদন জগতের এমন একজন ব্যক্তিত্ব, যিনি একাধারে একজন অভিনেত্রী, সঞ্চালক এবং উদ্যোক্তা হিসেবে তার বহুমুখী প্রতিভার জন্য বিখ্যাত।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, মনে হয় একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ছোট থেকেই ছিল আমার মধ্যে, এবং এটি আরও একটি এক্সটেনশন। আমি ১৮ বছর বয়স থেকে আইনত ব্যবসা করছি। তার আগে আমি অর্থ উপার্জনের জন্য অনেক কিছু করেছি। এটা সর্বদাই আমার জীবনের বড় অভিজ্ঞতা।
সানি তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ মোকাবিলা করার বিষয়ে জোর দিয়ে বলেন, কাউকেই ভালো লাগে না। কাজ তো করতেই হবে। আমি আমার কাজকে ভালোবাসি এবং আমি যা করি সেটাই করতে ভালোবাসি। আমি নতুন কিছু শুরু করতে পছন্দ করি, যা আমি বিশ্বাস করি সেই সম্পর্কে আমি উৎসাহী। তাই যতটুকু সময় প্রয়োজন আমি প্রতিটি কাজে সেটা নিই।