এখানেই বিনোদন

ভালোবাসার মানুষ কে? জানালেন বুবলী


ভালোবাসার মাস হচ্ছে ফেব্রুয়ারি। বিশ্বজুড়ে এ মাসে ভালোবাসার বিভিন্ন দিবস পালন করা হয়। এ মাসের দ্বিতীয় সপ্তাহে ভ্যালেন্টাইন উইক। আর ১৪ তারিখ ছিল বিশ্ব ভালোবাসা দিবস। এদিকে এই ভালোবাসা দিবস আর বসন্ত একই দিনে হওয়ায় বাঙালির মনে বইছে রঙিন ছোঁয়া।

এ রঙিন ছোঁয়া থেকে পিছিয়ে নেই শোবিজ তারকারাও। নিজ নিজ জায়গা থেকে বসন্ত আর ভালোবাসা দিবস উদযাপন করছেন তারা। এ তালিকায় রয়েছে ঢাকাই চলচ্চিত্রের নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। একমাত্র ছেলে শেহজাদ খান বীরকে নিয়েই সময় কাটছে তার।

বুধবার ছেলে বীর ও মা জেসমিন আক্তারকে নিয়ে ভারতের আগ্রার তাজমহলের সামনে থেকে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে ছেলে বীরকে নীল রঙের পাঞ্জাবিতে দেখা গেছে। আর নীল রঙের শাড়িতে সেজেছিলেন বুবলী।

এ অভিনেত্রী ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার বাপজান আমার ভালোবাসা, আমার পৃথিবী। প্রতিটি দিনই ভালোবাসার। তার পরও একটি দিন একটু বেশি ভালোবেসে বিশেষভাবে কাটালে ক্ষতি কী! সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা।’

প্রসঙ্গত, বর্তমানে কলকাতার ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমায় অভিনয় করছেন বুবলী। এতে কাজ করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস। এ ছাড়া ‘পুলসিরাত’, ‘দেয়ালের দেশ’, ‘তুমি যেখানে আমি সেখানে’ ও ‘মায়া: দ্য লাভ’সহ কয়েকটি সিনেমা হাতে রয়েছে তার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

85,000FansLike
285,000SubscribersSubscribe

Latest Articles