ইতালির কা ফাসকারি চলচ্চিত্র উৎসবে যাচ্ছে রাকায়েত রাব্বির ‘হাওয়াই মিঠাই’। ইতালির ভ্যানিস শহরে শুরু হতে যাওয়া শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের ১৪তম আসরে প্রদর্শিত হবে এই সিনেমাটি।
রাকায়েত রাব্বি পরিচালিত যুদ্ধ বাস্তবতার সিনেমা ‘হাওয়াই মিঠাই’ দেশে মুক্তির আগেই প্রিমিয়ার হচ্ছে ভ্যানিসে অন্যতম প্রসিদ্ধ এই উৎসবে। এ প্রসঙ্গে রাব্বি বলেন, ‘এটা সিনেমাটির জন্য এটা খুব আনন্দের খবর। খুব ভালো লাগছে। সব কিছু ঠিক থাকলে আমি এবং আমার সিনেমার প্রধান প্রটাগোনিস্ট মিজানুর রহমান মার্চের শেষ দিকে কা ফাসকারি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের ১৪তম আসরে অংশগ্রহন করতে ইতালি যাচ্ছি।’
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রাব্বি নিজেই। এ সিনেমায় হাওয়াই মিঠাইওয়ালা চরিত্রে অভিনয় করেছেন মিজানুর রহমান। তিনি বলেন, ‘একটা তারুণ্যনির্ভর টিম, যারা সীমানা পেরিয়ে কিছু করতে চেয়েছিল, এ অর্জন সেই ইচ্ছেরই অনুবাদ। এমন কিছু প্রত্যাশিতই ছিল। কারণ, আমরা অনেক কষ্ট করেছি।’
ফিলিং স্টেশন ও বিগ ব্যাং ফিল্মস’র ব্যানারে ছবিটি নির্মিত হয়েছে। সিনেমাটোগ্রাফি করেছেন মনির হোসেন। এ ছাড়া, গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অরনিল বিরল, নাসুমা খান ঝুমা, সাদি শুভ।