কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির ফেসবুক পোস্ট জন্ম দিয়েছে আলোচনা ও কৌতূহলের। যে পোস্টে একটি নাম ধরে ডেকে সৃজিত তাকে স্বাগত জানিয়েছেন। কিন্তু তার পরিচয় প্রকাশ করেননি।
‘উলুপি’ নামের সেই অজানা জনকে স্বাগত জানানোর পাশাপাশি সৃজিত এও বলেছেন, তাদের জীবন চিরদিনের জন্য বদলে গেছে।
এই সময় লিখেছে, সৃজিতের পোস্টের কমেন্ট বক্সে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বন্ধুবান্ধব থেকে ভক্ত ও নেটিজেনরা। তবে বেশিরভাগ মানুষের প্রশ্নে ‘উলুপি’র পরিচয়।
কেউ ভাবছেন সৃজিত-মিথিলা হয়তো মা-বাবা হয়েছেন। কেউ আবার ভাবছেন, বাড়িতে নতুন পোষ্য এনেছেন।
এর আগে সৃজিত তার নতুন সিনেমা ‘অতি উত্তম’ নিয়ে একটি পোস্ট করেন। এই বসন্তে সিনেমাটি বড়পর্দায় মুক্তি পাওয়ার কথাও উল্লেখ রয়েছে সেখানে।
এ ছাড়া ফের ফেলুদা-তোপসে-জটায়ুকে নিয়ে মাতছেন এই নির্মাতা। এবারে ফেলু মিত্তিরের গোয়েন্দা গল্প ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ নিয়ে ওয়েব সিরিজ বানানোর পরিকল্পনা করেছেন সৃজিত।
‘টেক্কা’ সিনেমার কাজ শেষ হওয়ার পর পরই সৃজিতের পরবর্তী ওয়েব সিরিজ হবে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’।