বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে-২০২৪ এ শ্রেষ্ঠ পরিচালকে ভূষিত হলেন মমিন সরকার। বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে হোটেল অরনেট, বিজয়নগর এর মিলনায়তনে জমকালো আয়োজনে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শ্রেষ্ঠ পরিচালক হিসেবে তাকে পুরস্কার দেয়া হয়।
এ সময় মমিন সরকারের হাতে শ্রেষ্ট পরিচালকের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.খ.ম মোজাম্মেল হক এমপি, বিশেষ অতিথি কণ্ঠশিল্পী আলম আরা মিনু।
মমিন সরকার এ পর্যন্ত ৩০ টি একক নাটক পরিচালনা করেছেন। নাটক পরিচালনার পাশাপাশি নাটকের সম্পাদনার কাজও করে থাকেন তিনি, এ পর্যন্ত প্রায় ৫০০শত অধিক নাটক সম্পাদনার করছেন।
সম্মাননা প্রসঙ্গে মমিন সরকার বলেন, ‘কোনো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হলে সেটা অবশ্যই ভালো লাগে। এতে কাজের প্রতি দায়বদ্ধতা বেড়ে যায়। আপনারা সবাই দোয়া করবেন যাতে সামনের দিনগুলোতে আরো ভালো নাটক দর্শকদের উপহার দিতে পারি।’
বর্তমান কাজের ব্যস্ততা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ঈদের জন্য ৩টি একক নাটক নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে “বরিশাইল্লা বাটপার” শিরোনামের একটি নাটক নির্মাণ কাজ শেষ করেছেন এই পরিচালক।