দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়কে লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ভারতীয় অভিনেতা-রাজনীতিবিদ বিজয় কান্তকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগযাযোগমাধ্যম এক্সে।
বৃহস্পতিবার দেশটির চেন্নাইয়ে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্য দিয়ে হাঁটার সময় থালাপতি বিজয়কে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা হয়। এতে অভিনেতার মুখে জুতার আঘাত লাগে।
ভিডিওতে আরও দেখা গেছে, জুতা লাগার পরও বিজয় আর পেছন ফিরে তাকাননি। নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তি জুতাটি যেদিক থেকে এসেছিল, সেদিকেই আবার ছুড়ে দেন। তবে কেন থালাপতি বিজয়কে লক্ষ্য করে জুতা নিক্ষেপ, তা স্পষ্ট নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
প্রসঙ্গত, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার চেন্নাইয়ে মৃত্যু হয় বিজয় কান্তের। বেশ কিছু দিন ধরে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন তিনি। শুক্রবার তার শেষকৃত্য সম্পন্ন হয়।