তেইশ সালে বলিপাড়ায় একাধিক বিয়ের সাক্ষী থেকেছে। সিদ্ধার্থ-কিয়ারা, রাঘব-পরিণীতি। হাইপ্রোফাইল দুই বিয়ে নিয়ে বিটাউনে কম চর্চা হয়নি। এবার নতুন বছরে পা রাখতেই আবারও বলিউডে বিয়ের সানাই। এবার ছাদনাতলায় রাকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি।
প্রেম নিয়ে কোনো লুকোছাপা করেননি এই জুটি। রীতিমতো ঘোষণা দিয়েই প্রেম করছেন তারা। নতুন বছরে তাদের প্রণয়ের সম্পর্ক পরিণয়ে রূপলাভ করছে।
ফেব্রুয়ারি মাসেই বিয়ে এই দুই বলিউড তারকার। বছর দুয়েক ধরেই শোনা যাচ্ছে তাদের বিয়ের খবর। তবে এবার আর গুঞ্জন নয়, আগামী ২২ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়বেন তারকাজুটি।
সূত্রের খবর, দুই পরিবারের ঘনিষ্ঠদের সাক্ষী রেখেই চার হাত এক হতে চলেছে। গোয়াতে বসছে বিয়ের আসর।
বলিউডের অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে সম্পর্কের কথা বছর দুয়েক আগেই সবাইকে জানান রাকুল প্রীত। একে অন্যের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেন। জ্যাকিকে ‘মাই লাভ’ বলে সম্বোধন করেন অভিনেত্রী।
অন্যদিকে রাকুল ছাড়া যে তার একদিনও কাটে না। সে কথা জানান জ্যাকি ভাগনানি। দুই তারকাকে শুভেচ্ছায় ভরিয়ে দেন অনুরাগীরা।